লেখেন না সাধারণত তিনি কোনো কবিতা।
প্ল্যাটফর্মে বসে থাকা প্রায় অথর্ব একটি প্রাণ।
সক্ষম ট্রেন রোজ আসে যায় নিয়মকরে।
ছন্দ মেনে বা কখনও না মেনেও।
কখন ও ক্ল্যাসিক্যাল কখনও আধুনিক ।
কিন্তু
লজ্জায় গুমরে মরে গোটা একটি ট্রেন ।
যেদিন তিনি কবিতা লিখতে চান।
ভিক্ষার ঝুলি হাতে বাকি সবার মত উঠে পরেন ট্রেনে।
টেনে হিঁচড়ে নিজেকে।
"একটা কবিতা লিখতেই হবে আজ।
জুটছে না কিছুই কবিতা না লিখে"।