কথা থাকে অনেক কিছুই।
কিছু ডালে কিছু পাতায় কিছু বা ফুল হয়ে,
কিছু ভোরের সূর্য হয়ে,
কিছু দখিনা বাতাস হয়ে,
কিছু ফেটে পড়ে ক্ষণিকের প্রতিবাদ হয়ে,
কিছু মানিয়ে নিয়ে প্রেম হয়ে,
অসহ্য জ্বালায় কিছু,বিষ হয়ে,
কিছু একফোঁটা শান্তি, অমৃত হয়ে,
কিছু বজ্রাহত পক্ষাঘাত হয়ে,
আবার কিছু শুধু কথার কথা হয়ে।
আর
কিছু রয়ে যায় বিশ্বাস হয়ে।
জমে জমে টইটুম্বুর হয়ে
ফেটে পড়ে একদিন ঘর থেকে ঘরে,
প্রাণ হতে জড়ে।
ডাল পাতা ফুল প্রেম বিষ অমৃত
সব সব একাকার হয়ে
বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ হয়ে।