কিছু আবেগের তাৎক্ষণিক বিস্ফোরণের নাম
কবিতা।
যতক্ষণ কলম রইলো হাতে
ঠিক ততক্ষণ
তারপর
তার আগে
কোথায় তুমি হে কবিতা?
নেই নেই কোথাও নেই।
যদি থাকতো।
যদি থাকতে তুমি কবিতা,
তবে মুখে মুখে ঘুরতে তুমি
প্রতিটি পাড়ার মোড়ে
চায়ের দোকানে ,প্রতিটি আড্ডার ঠেকে।
কোনো একটি অভুক্ত শরীর ছুুঁতে
নাঃ । নাগো পারোনি তুমি।
নাগো কবিতা । নাঃ পড়েনি তোমায় কেউ।
পড়েনি কোনো
খিদের জ্বালা ।
শুধুই পড়েছে কিছু কবি
আর কিছু কবি হতে চাওয়া অকবি।
আর পড়েছে জেনেছে বুঝেছে
আত্মহারা হাতেগোনা কিছু কফিহাউস।
কিছু আবেগের তাৎক্ষণিক বিস্ফোরণের নাম
কবিতা।