কি অহংকার!!!
কত কতই না গর্ব তোমায় নিয়ে।
চওড়া হয় ছাতি,
জমে ওঠে চায়ের ঠেক,
পেয়ালায় তুফান রক্তে আগুন।
মিটিং মিছিল বিদ্রোহ প্রতিবাদ
আজ শুধু
শুধু শুধু তোমাকই ঘিরে,
শুধু শুধু তোমাকেই জুড়ে,
তোমাকেই কেটে তোমাকেই ছিঁড়ে।
জগতজোড়া শুধু তোমারই জয়গান আজ।
কালও ছিলো আজও আছে,
হয়ত থাকবে আগামীতেও।
তবু ভুলি কি করে।
কি অনায়াসেই না এসেছ তুমি,
আমার বংশে, আমার গোত্রে।
যুগের পর যুগ শুধুই জন্মসূত্রে ।
শুধুই শুধু আমার পরিচয় জুড়ে ।
তবু
কি অহংকার!!!
কত কতই না গর্ব তোমায় নিয়ে।