মনে হয়না তোমার?
আমার তো বেশ মনে হয়।
ঈশ্বর মানেই আমি।
আমার চাওয়া পাওয়ার একটি নাম।
একটি তকমা ।
কি বলবে তুমি?
আমি বিদ্রোহী ,নাকি ?????
যাঃ।  ভুলে গেলাম।
আরও কতকিছু লেখার ছিলো,
বলার ছিলো।
প্রমাণ করার তাগিদ ছিলো।
যে
ঈশ্বর একটি মধ্যবর্তী  অবস্থানের নাম।
যাই হোক এবারও
আমার কাব্য লেখার তাগিদ,
ঈশ্বরকে আরও আরও কিছু
সময় বিনামূল্যেে
হয়ত কাব্যেরই মূল্যে
শুধুমাত্র দানেই দিয়ে দিলো আবার।
শুধুমাত্র এক আশায়।
যদি ঈশ্বরও হতে পারে মুক্ত
ঠিক আমারই মত মধ্যাবস্থা হতে।
কি বলবে তুমি?