খুন তো আমিও করি
প্রত্যহ প্রতিনিয়ত নিয়ম জেনে।
নিয়ম মেনে।
একটি মশা  বসলেই মারি।
শর্ত একটাই। শুধু সংবেদনশীল অঙ্গ ।
হাঃ। সংবেদনশীলতাই ইকুয়াল্স টু মনুষ্যত্ব ।
তাই তো
সংবেদনশীল খুনীরাই  শুধু কবিতা লেখে।
মানুষই  শুধু কবিতা লেখে।
বাকিরাও খুন করে।
হয়ত শর্ত মেনেই।
কিন্তু  তারা কবি নয়।
কারণ
একটি অক্ষরজ্ঞানও তাঁদের ভাগ্য নয়।
কবিতা লেখেন না তাঁরা।  
শুধু খুন । শুধুই খুনই করেন।
ব্যর্থ মনুষ্যত্ব লাভের প্রচেষ্টায়, হয়ত।
সংবেদনশীলতার শর্ত মেনেই হয়ত।
তাঁরা খুন তবুও খুনই করেন।
কিন্তু
ঠিক যতটুকু নিজেকে বাঁচাতে।
আর কবিরা।
কবিতার নামে মনুষ্যত্বকে  বাঁচাতে
দিব্য খুনও করে আর কবিতাও  লেখে।
আর দাঁড়িপাল্লায় খোঁজে খুনের পরিমাপ।

    এ রচনা কবি মার্শাল ইফতেখার আহমেদকে  উৎসর্গ করলাম। কারণ ওঁনার   কবিতা “এবং একজন খুনিও“  এ রচনার অনুপ্রেরণা জোগালো।