ক্ষমা করবেন কবিবন্ধুরা । আজ নতুন কোনো কবিতা নয়। গতকালকের কবিতাটি আর একবার পাঠালাম। কারণ কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ইউটিউব লিঙ্কটি সঙ্গে পাঠালাম। একটু শুনবেন সময় করে। মন্তব্যের অপেক্ষায় রইলাম।
** দয়া করে হেডফোনে শুনবেন।
নিরূদ্দেশ
- অপরিচিত
কতটা পথ একা হাঁটা যায়?
যায়কি আদৌ ?
নাকি তাকে হাঁটাই বলে না।
তবুও তো ঘাম ঝড়ে
দৃশ্যপট বদলায়
বদলায় সময়
ফেলে আসা পথও যায় সরে
অনেক অনেক দূর।
সেই কবে হেঁটে ছিলাম দল বেঁধে
অনেকগুলো স্বপ্নের সাথে
একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে
মাঝপথে হয়ত
ভেঙে ছিলো ঘুম,
তাই দিশেহারা আজ,
হাঁটি একাই রাত থেকে দিন
ক্লান্ত যদি হই একবার।
যদি আবার পায় ঘুম একবার,
ফেরে যদি স্বপ্নগুলো আবার ।
কথা দিলাম কাঁধে কাঁধ মিলিয়ে
হাঁটবো আবার।
নিরূদ্দেশ স্বপ্নগুলো আমার।