দিতে পারো
এমন একটা জগতের খোঁজ?
যেখানে প্রাণ খুলে কাঁদা যায়।
ক্লান্ত আমি হাসতে হাসতে
গোটা জীবনটা ধরে।
ক্লান্ত আমি
এ জগতের রূপ, রস ,গন্ধে।
বিতৃষ্ণ নিয়মের বেনিয়মে,
অবসন্ন ।
মন চায়
চায় তুমুল এক বিস্ফোরণ ,
নিমেষে উধাও হাস্য ক্লান্তি।
এলোমেলো
সৃষ্টি স্থিতি লয়।
শুধু কাঁদার জন্য
একটা জগত ।
শুধু আমার জন্যই না হয়।
দিতে পারো
এমন একটা জগতের খোঁজ?