টেবিলর এপারে আমি।
ওপাড়ে তিনি।
প্রশ্ন ছিলো আমার । “কেন এত কষ্ট ?”
উত্তর ছিলো তাঁর । “কারণ তুমি“।
খাণিক বিরতি।
প্রশ্ন ছিলো তাঁর।  “তবু কেন তুমি ?”
খাণিক বিরতি।
উত্তর ছিলো আমার।  “কারণ তুমি”।