হ্যাঁগো গোলাপ,
কাঁটা কেন?
জানি পুরোটা মিলে তুমি,
তোমার পরিচয়।
তবে  তুমিও কি?
কলঙ্ক কি তোমারও আছে?
নাকি
স্বর্গীয় সৌন্দর্যের আড়ালে,
আছে  অগুনতি
শোক জ্বালা যন্ত্রণা ,
কিছু অসভ্যের  মন্ত্রণা ,
কিছু অনিচ্ছায় স্পর্শ।
তাই  কাঁটা?