মাগো তুমি পারোনা?
নাকি পেরেও পারো না।
চেয়েও চাও না?
নাকি “চেয়েও চাওনা?“
তুমি অন্ধ?
নাকি তুমি শ্রবণে অক্ষম?
নাকি হারিয়েছো বাক্যি?
সত্যিই বলছি মাগো
আমার এ জনমের মা ই আমার মা , মাগো।
তুমি শুধু মুর্তি
শুধু মন্দির মন্ডপে শোভা পাও তুমি, মাগো।
না এ জনমে না শত শত জনমে।
আমার মা হতে পারবেনা পারলেনা তুমি মাগো।
শুধুই মুর্তি শুধুই মুর্তি তুমি
মন্দিরে মন্ডপে।
আজ বাদে কাল।
আবার শোভা পাবে তুমি
মন্ডপে মন্ডপে।
লক্ষ্য কোটি উপবাসেও জাগবেনা তুমি।
জাগে আমার মা ।
আমার এ জনমের মা।
আমার ভরাপেটেও।
আর খালিপেটে????
জেনো জ্বলবে তোমার মন্দির তোমার মন্ডপ ,মাগো ।
বিদ্রোহের আতসবাজিতে।