জানি
হেরেই যাব হয়তো।
তবুও মানিয়ে নিতে চায় না মন।
নিজের সঙ্গে নিজের
এ অসম যুদ্ধে
জানি হারজিত দুই আমারই।
জানি পরাজিতর গলায়ই
শোভা পাবে বিজয়মাল্য ।
জানি সময়ও জানাবে অভিনন্দন ।
তবুও মানিয়ে নিতে চায় না মন।
সময় তুমি না হয় বদলাও,
কেন বদলাতে চাও আমাকে?
জিতেও হারতে চাই না আমি।
জানি
হেরেই যাব হয়তো।
তবুও মানিয়ে নিতে চায় না মন।