সেই সেদিন যেদিন তুমি প্রথম দেখেছিলে আলো,
এলোপাথাড়ি ছুঁড়েছিলে হাত,
বারেবারে আঁকড়ে ধরেছিলে যা পেয়েছিলে প্রতিবারে
মুঠোবন্দি করেছিলে একমাত্র সম্বল ভেবে
সেদিন জুয়া কি তুমিও খেলোনি?
সেই সেদিন যেদিন টলমল পায়ে
প্রথম শুরু করেছিলে পথ চলা,
সেদিনও কি বেচেছিলে পথ?
চলেছিলে মনের আনন্দে বেসামাল পায়ে মন যেদিকে চেয়েছিল।
সেদিন জুয়া কি তুমিও খেলোনি?
সেই সেদিন যেদিন তুুমি তোমার ভালবাসাকে
প্রথম টেনে নিয়েছিলে কাছে ,বেহিসাবে মিলেছিল শরীর।
ছিল কি প্রতিশ্রুতি বিনা অন্য কোনো আশ্বাস ?
তবুও তো উজাড় করেছিলে নিজেকে সেদিন।
সেদিন জুয়া কি তুমিও খেলোনি?
এই তো সেদিন , যেদিন তোমার বলে যাকে নিয়েছিলে তুলে কোলে।
বুকে জড়িয়েছিলে তোমার মত বলে।
নিঃশেষ করনি কি সেদিন নিজের সমস্তটুকু?
তোমার না পাওয়াগুলো আবার পাবার আশায়
সেদিন জুয়া কি তুমিও খেলোনি?
এই তো এখনও,পাক ধরা চুলে
টেরি কাটো পুরোনো অভ্যাসে,
বিন্দু বিন্দু ইচ্ছে এখনও রাখো জমিয়ে,
পুরোটা বাঁচার আগে সব স্বপ্ন যায় যদি ফুরিয়ে।
বন্ধু জুয়া কি তুমিও খেলোনি?