ছিঁড়েখুঁড়ে টুকরো টুকরো করে দেব,
করে যাবো
আমার ঈশ্বরকে।
যতদিন আমি আছি, আমার আমির কাছে।
আমার বিশ্বাস টিঁকে আছে।
তারপর?
তারপর,  প্রতি টুকরো রইলো তোমার কাছে।
দেখো তুমি,
ভেবো তুমি।
জুড়বে ?
না আরও টুকরোয় কাটবে?
আমি তো
ছিঁড়েখুঁড়ে টুকরো টুকরো করে দেব,
করে যাবো
আমার ঈশ্বরকে।
যতদিন আমি আছি, আমার আমির কাছে।