জলছবি।
শব্দটা কিরকম যেন হারিয়ে গেলো না?
কতও কি।
আরও কত কি হারিয়ে গেলো।
যাবেও হয়তো আরও
মেনে নিতে নতুনকে।
পুরাতন ঠাঁই  পাবে
হয় স্মৃতিতে অথবা চিলেকোঠায়,
বা হয়তো শুধুই ছবিতে।
জলছবি।
শব্দটা কিরকম যেন হারিয়ে গেলো না?