যদি ঘুম আর না ভাঙে,
তবে ঈশ্বর কোথায় ?
তবে কি ঘুমই ঈশ্বর ?
নাকি ঘুমও?
তাই তো
আমিও সেই ঘুমের অপেক্ষায়।
নাকি আমার সাথে সেইদিনটায়
সেও মুক্তি পায়।
দয়া করে এই রচনাটিতে কেউ মন্তব্য করবেন না। এ সৃষ্টি আমার, দায়ও আমার। না কেউ না। দয়া করে কেউ এটিকে আবার বিজ্ঞাপন বলে ভুল করবেন না। না মন্তব্য একান্তই কাম্য নয়।
চাইলেই মন্তব্য বিভাগটি ডিএকটিভেট করতে পারতাম। করিনি। করলাম না। হয়ত ঈশ্বরের মন্তব্য এর আশায়।