যদি কোনোদিন কড়া নাড়ো
আমার দরজায়।
যদি কোনো কথা থাকে,
দরজা খোলা দেখলেও
ঢুকো না,
ঢুকো না ঠেলে না বলে,
না বলে এসো না ভেতরে ।
হোঁচট খেতে পারো
অনেক ছড়ানো ছেটানো স্মৃতিতে,
ফেলে দেওয়া কিছু সম্মানে, কিছু পুরস্কারে ।
কাঁটার মত ফুটতে পারে পায়ে
পড়ে থাকা অনেক না বলা কথা।
যেতে পারো পিছলে অনেক পণ্ডশ্রমের ঘামে।
যদি থাকেই কোনো কথা,
আসতেই হয় যদি,
বলেই এসো,
দিও একটু গুছিয়ে নেওয়ার সময়।