বদলাচ্ছে দুনিয়া।
বদলাচ্ছে অতি দ্রুতবেগে ।
তবে
সময় কি গতি বদলাচ্ছে ?
ক্রমাগত গুণোত্তর প্রগতিতে?
নাকি বোধ ?
ক্লান্ত সময়ের একঘেয়ে গতিতে?
তাই বদলাচ্ছে সে নিজেকে,
সময়ের চেয়েও দ্রুত অতি দ্রুতবেগে।
বৃদ্ধ সময় পড়ে থাকে অনেক অনেক পিছনে।
দায় আছে তার ভারসাম্যের।
আর বোধ ?
নেই তার কোনো দায়।
ছুটে চলে আপন স্বার্থ সিদ্ধি লক্ষ্যে।
দূর থেকে দূর
কোন তেপান্তরের মাঠে ।
মানবিকতা আন্তরিকতা ভারসাম্য
আরও আরও কতকিছু ফেলে।
হারাতে চায়, না জানি কোন অলক্ষ্যে।