অনেকদিন ধরে কবি হওয়ায় বাসনা।
লিখতামও।
নদী নালা ফুল পাখী
বিদ্রোহ ধর্মীয় প্রকৃতি প্রভৃতি ।
হোত না বুঝতাম,তবুও।
শেষমেষ পেলাম প্রেমকে।
তাকে নিয়েই
একটা কবিতা লিখছিলাম।
বেশ চলছিলো জানো লেখাটা।
একবারে সুনিপুণ ছন্দে,
ভাব অলংকারে পরিপূর্ণ ।
প্রতিটি স্তবকই যেন পরিপূর্ণতায় পূর্ণ ।
হঠাৎ এক দমকা হাওয়া, ঝড় ।
এলোমেলো সবকিছু ।
উড়িয়ে নিয়ে নিয়ে গেল পাতাটা।
ছুটেছিলাম দৃষ্টির নাগাল অবধি,
শেষ অবধি।
পারিনি
ধরতে পাতাটাকে।
পারিনি
ধরে রাখতে কবিতাটাকে।
আমার একমাত্র সফল কবিতাটাকে।