একটা জানলা মানেই একটা গল্প ।
কান পাতলে ফিসফাস
কখনও আর্তনাদ কখনও অট্টহাস্য
কখনও অভিমানী নিঃশব্দ,
মিঠে খুনসুটি হয়ত কখনও অল্পস্বল্প ।
কখনও গোপনীয়তার ছিটকিনিতে
আদিম প্রাণের ভাষ্য ।
মরচে কখনও এক কোণে বসে
ইতিহাস লেখে ,কব্জা শোনায় গল্প।
মনের জানলায় ? কান পেতেছ কখনও?