যাচ্ছি যাচ্ছি একটু দাঁড়া,
শেষ চুমুকটা মেরে নিই,
দাদা ভাঁড়টা কোথায় ফেলবো?
আরে যাচ্ছি যাচ্ছি,দাঁড়ানা।
এই বালতিটায় ফেলে দিলাম।
এঃহে ।
ভাঁড়ে নিশ্চয়ই চা ছিলো,
গায়ে ছিটকালো,
হতচ্ছাড়াকে রাস্তায় ফেলে দিলেই হোতো।
এক আছাড়েই কম্ম কাবার।
এই যে পয়সাটা রইল।
চল
এবার বল।
আরে এ কিছু না
চায়ের দাগ ,ধুলেই উঠে যাবে।
আর বল।
এই যাঃ। দাঁড়া ভাই
আর একটু দাঁড়া।
দোকানেই ফেলে এসেছি,
ফেলে এসেছি নতুন কেনা জলের বোতলটা।
একটুখানি খেয়েছি।
দাঁড়া ভাই
ওটার বড় প্রয়োজন,এখনও ফুরোয়নি।