আকাশের গায়ে তারাগুলোকে দেখলে।
মনে পড়ে যায় আমার ভুলগুলো।
সংখ্যায় হয়ত কিছু কম ,
বা হয়ত কিছু বেশীই হবে।
তবে
হেরফেরের বিশেষণটি সামান্যই হবে।
তবে
প্রেক্ষাপট আকাশ
যেন দেয় টিকে থাকার আশ্বাস ।
যেন বলে আমায়
“রাত পোহালে উঠবে সূর্য,
মিলিয়ে নিও তারা হলেও
দিনের আলোয় সবাই তাকে মেনে নেবে”।
তাই তো বলি বন্ধু
করলেও ভুল
মিটমিট  নয় দাউদাউ করে জ্বলতে হবে।
ভুল করলেও ইতিহাসে শুধু
প্রজাদের নয় রাজাদেরই নাম লেখা হবে।
ইতিহাসকার রাজার কোলেই
রাজার গল্প লিখে যাবে।
প্রশ্ণ একটাই
ইতিহাসে নামটা কি লেখাতেই হবে?