ঈশ্বর

চায় না সমর্পণ ।
চায় না ভক্তি ।
চায়  না চাটুকারিতা  ।
চায় না অহেতুক মোসাহেবি।
চায় না ভয়ের প্রণামি।
চায় না ভৃত্যের গোলমী।

চায় শুধু ভালোবাসো।

তাও নয় তাকে ।
নয় তার শক্তিকে ।
নয় তার প্রতীককে।
নয় তার অস্তিত্বকে ।
নয় তার প্রতিপত্তিকে ।
নয় তার আধিপত্যকে ।

তার সৃষ্টিকে।

প্রাণ ভরে একবার,
শুধু একবার,
নিঃশর্ত ভাবে
ভালোবেসে দেখো বন্ধু।