হঠাৎ একটি মুহূর্ত ।
সরাসরি একটি প্রশ্ন করে বসলো আমাকে।
ঈশ্বর কোথায়?
যতই বোঝাই । বলি যতই।
এভাবে নয়। হয়না এভাবে।
নাছোড়বান্দা মুহূর্ত । প্রশ্ন সেই একই।
কোনোমতে শেষমেষ পরিত্রাতা ,পরবর্তী মুহূর্ত ।
“খুঁজোনা ঈশ্বর অতীতে বা ভুল করেও বর্তমানে।
ঈশ্বর আছেন । অবশ্যই আছেন।
শুধুই এবং পরবর্তীতে”।