মাঝেমাঝে ইচ্ছে করে
একেবারে হারিয়ে যাই।
পালিয়ে যাই এই আলোর জগত থেকে।
মন খুঁজে নিতে চায়
একরাশ নিকষ কালো অন্ধকার ।
যেখানে আমার আমি রইবে শুধু অনুভবে।
একাকী দুজনে
আমার আমি আর অন্ধকার
পরিচিত হবে একান্ত অনুভবে।
বুঝবে আলোর জগতে
অনুভুতি কতটা বঞ্চিত ।
বুঝি দেখনদারির জগতে
কতটা ক্লান্ত আমার আমি।
তাই
মাঝেমাঝে ইচ্ছে করে
একেবারে হারিয়ে যাই।
পালিয়ে যাই এই আলোর জগত থেকে
মন খুঁজে নিতে চায়
একরাশ নিকষ কালো অন্ধকার ।