একটি শব্দ।
অন্তর্বতী সবকটি অক্ষরকে,
সবকটিকে।
কাটাছেঁড়া করে দেখলাম আমার।
আমার একান্তই ব্যক্তিগত গবেষণাগারে।
আমার বোধের কারাগারে।
ফলাফল !
খানিক অবিশ্বাস ।
মিথ্যা আশ্বাস ।
অনেকখানি ছুঁয়েও না ছোঁয়া।
আরও অনেকখানি
উর্ধ্বগামী ধোঁয়া।
একটি শব্দ
শিরোনামেই থাক। অধরা । ছুঁয়েও না ছোঁয়া ।