আজ বেলা দশটা বেজে গেছিলো ,
সূর্যের ,
ঘুম ভাঙতে, উঠতে।
জানো ?কোনো কোনো দিন বারোটাও বাজিয়ে দেয়।
বা কোনোদিন আরও খানিক বেশী।
অবশ্য মাঝে মাঝে,
ঠিক সময় মত পঞ্জিকা মেনেও উঠেও পড়ে বটে।
ঐ যেদিন আর কি,
পৌষ পার্বণে, একটু শান্তি আসে রাতে।
তবে বেশীর ভাগেই জানো?
সেই রোজের মত
অস্তই যায় মাঝরাতে।
আমার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে।
তাই আর কিছু বলি না তাকে
ঘুমতো তারও প্রয়োজন ,
না হয় ঘুমোলো অসময়ে,
জাগলোও না হয় অসময়ে।
তবুও  তো আজও জাগে।
হয়ত কোনোদিন জাগবে ,উঠবে আমারও আগে।