জানো  কেন
শূণ্য থেকে হয় শুরু?
আর অনন্ততে শেষ?
বলো দেখি ।
কি বললে জানোনা?
বিশ্বাস করিনা।
কারণ জানি তুমি সবটাই জানো।
সেজে থাকো তুমিও।
আমিও।
তবু বলি
আসলে জন্মটা আমার মনে নেই।
অনুভুতিটা শূণ্য
তাই শুরুতেই আঁকি শূণ্য।
আর
মনে প্রাণে
প্রতিটি ক্ষণে
মৃত্যু পারেও
আমার অমরত্ব চাই।
আমার আমির মৃত্যু নাই।
তাই আমার ইচ্ছা আমার বাসনা
অনন্ত নামে চালাই।
কথার ছলে  হিজিবিজি কথা
লিখে ফেললাম ভাই।
ভুল করে যেন
কথাগুলোকে সত্য ভেবো না তাই।
তবু বলি
অনুভুতিকে বাতিল করলে
কোথাও  কিচ্ছু নাই।
শূণ্যটুকুও নাই।
আবার বলি
কথাগুলোকে সত্য ভেবো না ভাই।