মুরগিটারও বড় ইচ্ছে ছিলো
একটি অমলেট খাওয়ার।
খায়নি কোনোদিন,
খেলে কি হোতো কে জানে।
হয়ত মানবিকতার টানে,
খাওয়া হয়ে ওঠেনি কোনোদিন।
তবে
"হ্যালো মুরগী
দুঃখ করিস না,
আপশোসও করিস না।
একবার শুধু মানুষ হ,
এ জগতশ্রেষ্ঠ হ।
সেদিন তুইও,
যেমন আজ আমিও।
পারবি পারবি তুইও
যেমন পারছি আমিও"।
হায়রে!!
মুরগিটারও বড় ইচ্ছে ছিলো
একটি অমলেট খাওয়ার।