একটি অন্ধ,একটি ভক্ত চেয়েছিলে তুমি। তাই না?
বেশ নিবিষ্ট ,
শান্ত অতি শিষ্ট।
জয়গান, গুনোগান, নামকীর্তন।
গোটা সৃষ্টিজুড়ে অনুরণন ।
"হেইল হিটলার" , "হেইল হিটলার"।
তবু হিটলার ছিলো ।
রক্তে ছিলো। মাংসে ছিলো।
আর তুমি?
রক্তেও নেই মাংসেও নেই।
তবু তবুও
একটি অন্ধ,একটি ভক্ত ,চেয়েছিলে তুমি। তাই না?
বেশ নিবিষ্ট ,
শান্ত অতি শিষ্ট।
জয়গান ,গুনোগান ,নামকীর্তন।
গোটা সৃষ্টিজুড়ে অনুরণন ।
"হেইল হিটলার" , "হেইল হিটলার"।