সৃষ্টিতে একটি পুরুষের অবদান।
ভাবলেই হাসি পায়।
পুরুষ হয়েও
বড্ড হাসি পায়।
হে নারী সে দশমাস দশদিন।
কতই না অন্তরায় ।
বোঝেনি পুরুষ কখনও।
আজ এ যুগে এখনও।
পালনের নামে ছাড় পেয়ে যায়।
সৃষ্টিতে একটি পুরুষের অবদান।
ভাবলেই হাসি পায়।
পুরুষ হয়েও
বড্ড হাসি পায়।