জানি প্রদীপটা নিভন্ত।
কালো ধোঁয়া তারই ইঙ্গিত ।
তবু স্মৃতি অমলিন ।
জ্বলেছিলো একদিন
মধ্যাহ্নের সূর্যের তেজে ,
ঢলে পড়ার আগে পশ্চিমে ,
জ্বলেছিলো জ্বালায়, আলোর তাগিদে।
ভুলেছে আজ সে আলোর যাত্রীরা
একলা আজ একাকী রাত্রিরা।
তবু আজও নিভন্ত আঁচে আলোর ইঙ্গিত ।
যদি বাকি আজও কোনো যাত্রী ,
নিভে যাবে ফুরালে রাত্রি ,
হে যাত্রী পার হও।