হে বিদ্রোহী,
জেগে ওঠো আরও একবার
আমার মননে ,
আমার বোধে, আমার কুন্ঠায়।
আমার শরীরে
প্রতি শিরায় প্রতি উপশিরায়।
জেগে ওঠো আরও একবার,
বরফশীতল রক্তে আমার
অবিরত সুবিধাবাদের তুষারপাত ।
আমি ক্লান্ত ,
হিমেল আবেশে জড়।
রক্ত আমার
মানিয়ে নেওয়ার গণিতে সড়গড়।
জেগে ওঠো আরও একবার ।
আগুন হয়ে ঝরে পড়ো
আমার মননে ,
আমার বোধে, আমার কুন্ঠায়।
আমার শরীরে
প্রতি শিরায় প্রতি উপশিরায়।
আমার রক্ত আবার ঝরতে চায়।
হে বিদ্রোহী
জেগে ওঠো আরও একবার ।
.......কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটির কটি লাইন আবৃত্তি করার চেষ্টা করলাম। লিঙ্কটি দিলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। দয়া করে হেডফোনে শুনবেন এবং জানাবেন।