আমি হারিয়েই যাবো।
হয় রূপকের আড়ালে,
নয়  মানবতার ঢালে,
গড় গড়গড় গড়িয়েই যাবো।
নাগাল পাবেনা আমার।
যতই কবিতা লেখো
বা
যতই ছন্দ আঁকো।
পাবেনা আমাকে,
না আমার আমিকে।
ছন্দ রূপ গন্ধ
বিকশিত  হোক, রইল তোমার কবিতার  জন্য।
আমি চির বন্য ।
না না না
নই আমি অনন্য ।
শুধু
আমি হারিয়েই যাবো।