হারিয়ে যাচ্ছি সৃষ্টির নিয়ম মেনে।
বা হয়ত না মেনে।
মসৃণ পথকে অহেতুক এবড়োখেবড়ো করে।
পথের শেষের প্রশ্ন
অগ্রাহ্য করে পথের রকমফের।
পরিণতি গৌণতা হারায়।
আমিই পথ পথিক আমিই,
আমিই সকল প্রশ্নের না জানা উত্তর।
তবুও পথ চলছি
পথিক সাজছি।
আর
হারিয়ে যাচ্ছি সৃষ্টির নিয়ম মেনে।
বা হয়ত না মেনে।