বোধ ছুটে চলে অনন্তের টানে
খুঁজে চলে প্রান্ত।
মরীচিকারাও আজ ক্লান্ত,
নিয়েছে ছুটি।
তাই নিরন্তর ছুটে চলার মাঝে
বিভ্রমগুলিও হারিয়েছে আশ্রয়,
হারিয়েছে
দুদন্ডের প্রান্তিক স্পর্শ,
না পেয়েও পাওয়ার শান্তি।
ভাবি তাই
হয়ত বিশ্বাসের আর এক নাম মরীচিকা ।
খানিক দূর করে ক্লান্তি।
কিন্তু আদ্যোপান্ত পুরোটাই বিভ্রান্তি ।