তুমি কি অভিমানী ?
এতদিনে প্রশ্নটা করলে।
জেদী?
এর উত্তর দেব না তো একবার  বলেছি তো।
খামখেয়ালী ?
বলব যখন মর্জি  হবে। ইচ্ছে করবে।
অহংকারী ?
এর উত্তর যোগ্য কাউকেই দেব।
লোভী?
না না শুধু সবটা চাই।
মিথ্যাবাদী ?
তবে আরও একটা মিথ্যা  বলি। হ্যাঁ।
“আরও একটা মানে”?