হারিয়ে ফেলি প্রতিবার।
তোমাকে ,আমাকে, সবকিছুকে
এমনকি
আমার আমিকেও।
ঘুম কেড়ে নেয় সবকিছু প্রতিবার।
তবে আমিও নস্যাৎ করি তার অস্তিত্ব,
তার উপস্থিতিতেই।
তাকে করি অস্বীকার ততক্ষণ,
যতক্ষণ না নেয় সে বিদায় ।
ঘুম ভাঙলে তবেই
স্বীকার করি ঘুমিয়েছিলাম।