বাইরে তখন অঝোরে বৃষ্টি।
ভিতরে দুজোড়া অসহায় চোখ।
খুঁজেছিলো বিশ্বাস ,খুঁজেছিলো আশ্বাস ।
হয়ত স্বপ্ন, হয়ত দুঃস্বপ্ন ,
ভেঙে যাবে ঘুম ভাঙলেই ।
আবার থেমে যাবে বৃষ্টি,উঠবে সোনালি রোদ ।
ঝলমলে আলোয় আবার ফিরবে জীবন,
ঠিক আগের মত।
বৃষ্টি কিন্তু থেমেছিলো।
উঠেছিলো ঝলমলে রোদও।
কিন্তু সে রোদ দেখেনি একজোড়া চোখ।
দেখেছিলো আরেক জোড়া চোখ।
কিন্তু সে যুগল
আজ সূর্যকে ঘৃণা করে।