আমি তো হারাতে চাইনি পথ।
শুধু আলেয়ার পিছে ছুটেছিলাম।
শুধু একবার দেখতে চেয়েছিলাম
তার জগতটাকে।
বুঝেছিলাম খানিক দূর যাবার পরই
আসলে দিশাহারা সেই।
হারিয়েছে পথ অনেক আগেই।
তবু আজও ছুটে চলেছি
তারই পিছে পিছে।
জানতেই হবে
আলেয়া চলেছে ছুটে
কার পিছে পিছে?
সেও?
সেও কি হারিয়েছে পথ ,
আলোর পিছে ছুটে?
আমি তো হারাতে চাইনি পথ।