একটি গদ্যকে, পদ্য বলে চালাতেই হবে। ।
ফরমান জারি করা হয়েছিলো
আমার জাতক পত্রের সাথে।
বুঝিনি সে ফরমানের অর্থ।
বুঝিনা এখনও হয়ত।
বা হয়ত বুঝেছি ,হয়ত জন্মাবধিই।
তাইতো
আজও এখনও কবিতা লিখে চলেছি।
চালাতেই হবে
একটি গদ্যকে, পদ্য বলে চালাতেই হবে। ।
ক্ষমা করবেন কবিবন্ধুরা। বেশ বুঝছি ,বুঝতে পারছি। আমার এ রচনা কবিতার নামে শুধুমাত্র এক depressive thought কে কবিতার নামে চালিয়ে দেওয়ার অভিপ্রায় মাত্র। তবু কবিবন্ধুরা। একটু মন খুলে একটু উদারভাবে মন্তব্যে জানাবেন তো। শুধু কি positive thoughts ই কবিতার জন্ম দিতে পারে? নাকি সাময়িক অবসাদও সমভাবে সক্ষম একটি কবিতার জন্ম দেওয়াতে। দেওয়ার ক্ষেত্রে । অপেক্ষায় রইলাম।