হ্যাঁগো ঈশ্বর।
চলে নাকি তোমার ওখানেও
এক্সচেন্ঞ্জ স্কীম কোনোও?
তবে কিছু কম বেশী করে,
আমিও বদলে নিতাম আমার অনেককিছু।
যেমন?? যেমন আমার অহংকার ।
অহংকারের বদলে নিতাম সে বোধ।
“আমি তো নিমিত্ত মাত্র।
সবটুকু শুধুই ,শুধু তোমারই দানমাত্র”।
কি বললে?
সবটুকুই তোমার? তোমার দানই মাত্র?
ক্ষমা কোরো তুমি তবে
ফেঁসেছো তুমিও হয়ত তবে।
হয়ত কেন? আমার অনেক আগেই হবে।
খোঁজো তুমিও প্রভু
যেমন খুঁজছি আমিও
এক্সচেন্ঞ্জ স্কীম কোনোও ।