অনেকবার ছুঁড়ে ফেলেছি তাকে।
তবু যেন এঁটুলি,
আমাকেই শুষে খাবে।
আমারই খাবে, পড়বেও আমারই।
তবুও চোখ রাঙাবে!!
কি বললাম বুঝলে না তো?
এক্কেবারে দোষ নয় তোমার।
খুলেই বলি
এ এঁটুলির নাম বিনয়।
আর
সেটাই আমার অহংকার ।