একটি সকাল ,একটি চায়ের দোকান ।
বেশ কয়েকটি চায়ের গেলাস হাতে ধরা।
একগুচ্ছ প্রতিবাদ গেলাসপ্রতি।
কম্পমান জীর্ণ শীর্ণ দোকান ,অর্থনীতি ,সংসদ।
অপেক্ষা শুধু শেষ চুমুকের।
সবাই ,
প্রায় সবাই কিন্তু এরপর বাজারেই যাবে।