লিখে ফেলি বলো একটি প্রেমের কবিতা  
সবটুকু । সবটুকু শুধু তোমাকেই নিয়ে।
সেই  আমাদের প্রথম দিনটিকে নিয়ে।
তারপর কতকিছু, কতদিন
তাই না?
সত্যি করে বলো আজ ,লেখা যেতো নাকি?
সেই তোমার আমাকে অস্বীকার ।
কতই না কপট আমার অঙ্গীকার ।
শুধুই একবার তোমাকে ছুঁয়ে দেখা।
ভণ্ড প্রেমিককূল যারা শুধু মন চায়।
পরখ  চেয়েছিলো এ মন এবং তা সমেত দেহ।
মেনেছিলে তুমি আর আমিও
আর তাই তো ভণ্ডামি ভুলে
আজও সুখে ঘর করি।
আদিম ??আজও বলবে আমাকে?
তবে কেন জড়ালে আমাকে?
তোমার প্রতিটি চুম্বনে।
প্রতিটি?
আধুনিক কে প্রিয়তমা?
সবাই আজও শুধু দেহই চায়।
আড়াল ভরা আবডালে।
সেই শুরু থেকে আজঅবধি এইকালে।
কোন প্রেমিক তৃপ্ত ?
ফুলকে না ছুঁয়ে।  কোন প্রেমিক মুগ্ধ শুধুই সুবাসে?
কি বলো প্রিয়তমা।
লিখে ফেলি বলো একটি প্রেমের কবিতা ।
সবটুকু । সবটুকু শুধু তোমাকেই নিয়ে।