একি ! আমি এখনও আছি?
মানে বর্তমান এখনও ক্লান্ত নয় আমাকে বয়ে।
মানে অতীত মানে ভবিষ্যত
ব্যর্থ বিফল নিষ্ফল প্রয়াস হয়ে।
আমি ও প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে ব্যাকুল ,
অতীত ভবিষ্যৎ, এযাবৎ এড়িয়ে ।
ক্লান্ত কি আমিই তবে?
না জানি বলেছি কতবার কবে।
বলেছি হয়তো প্রতিবার,
ঘুম ভেঙেছে যতবার।
একি ! আমি এখনও আছি?