একদিন আমিও চলে যাব।
ঝড়ে  পড়ে যাবে আমার সত্তা ঠিক ঐ বাগানের ফুলটার মত।
কাল কি আমার মনে থাকবে আমার? ফুলটাকে?
কি জানি।
কালও কত ফুল ঝরে পড়েছিলো বাগানে।
মুগ্ধ করেছিলো রূপে গন্ধে ,
মনে নেই তাদের কাউকে।
গত হপ্তায় গত মাসে বছরে ঝরেছিলো যারা।
বা তারও আগে,
তারা কারা?
মুছে গেছে সব্বাই তারা।
শুধু মনে আছে তাকে,
সেই ফুলটাকে,
যে ঝরে পড়েছিলো আমার শরীরে।
সুগন্ধ আজও আছে আমার গোটা শরীর জুড়ে।
সেই সুগন্ধটুকু নিয়ে
একদিন আমিও চলে যাব।

.....................................

হঠাৎ

একে একে নিভে গেছে সব আলো।
গোটা পাড়া, এলাকাজুড়ে।
কেউ কেউ অপেক্ষা করেনি আমার ।
শুধু মাঝেমাঝে আমার বিবেক।
আর কিছু সারমেয়ের চিৎকার  জেগে আছে।
মুগ্ধ আমি একাত্মতায়।
পরোয়া করিনা পৃথিবীর নিদ্রাকাতরতায়।
জেগে আছে আমার  বিবেক ,থাকে
প্রতিরাত ততক্ষণ
যতক্ষণ  না নতুন ভোর হয়।

আগের রচনাটি  লিখে শুতেই যাচ্ছিলাম। হঠাৎ এই শব্দগুলো একে একে আসতে শুরু করলো।
হঠাৎ কোনো ভাবনা ছাড়াই শব্দগুলো পরপর মনে এলো। সৎ  রইলাম। যেরকম ভাবে শব্দগুলো এলো। লিখে গেলাম,জুড়ে দিলাম। কবিতা কখনই হয়না,এবারও  না হয় নাইবা হোলো। তবুও...........