আমার ঈশ্বর ,
একান্তই আমার ঈশ্বর।
চায় না নিঃশর্ত সমর্পণ ।
চায় প্রতিক্ষণে প্রশ্ন ,
তীক্ষ্ণ কাটাছেড়া,
চায় আমার অসফলতার আরোপ ।
চায় আজীবন দন্দ্ব,
আমার শ্রেষ্ঠত্বের দাবী।
আমার ঈশ্বর চায় তাঁর
ইচ্ছাকৃত ভুলের প্রতিবাদ।
চায় আমার হুংকার ,নিনাদ ।
তাই আমার ঈশ্বর,
আমার প্রতিপক্ষ ।
আমার অবিশ্বাসের লক্ষ্য।
আমার ঈশ্বর ,
একান্তই আমার ঈশ্বর।