প্রতিবার
ডুব দিতে,
ডুবতে বড় ভালো লাগে ।
প্রতিবার যখন ডুবতে ডুবতে
ফুরিয়ে আসে দম,
রূদ্ধ হয়ে আসে শ্বাস,
ফিরে পাই যেন আশ্বাস ।
কে যেন বলে
হয়ে যাক আরও একবার ।
ফিরে আসি আবার।
খানিক নাক, খানিক মুখ,
খানিক পেট
জবরদখল হয় জলে।
কিন্ত প্রতিবার ।
তুলে আনি কিন্তু ।
অনেকগুলো ঝিনুক
তাতে
অনেকগুলো মুক্তো ।
হয়ত
ডুবেই যাবো একদিন ।
হয়ত
ফেরা হবেনা আর।
তবে কথা দিলাম
পুরোটা ডোবার আগে
কুড়িয়ে নেবো,
কুড়িয়ে নেবো
অনেকগুলো ঝিনুক
তাতে
অনেকগুলো মুক্তো ।