দৃপ্ত কন্ঠস্বর।
সেই কবে শুনেছিলাম শেষ,
মনে পড়েনা ,মনে পড়েনা আর ,আজ।
সব কন্ঠ সব শব্দ
এক ছদ্মবেশ, এক অচেনা সাজ।
আমার স্বগতোক্তি ? সেও তো
ফিসফিসানি ,অসহ্য এক লাজ।
তবু
আশায় আমার স্বগতোক্তি  
শোনাতে পারবে সে, আমার শ্রবণযন্ত্রকে
আজীবন মেনেছি যে মন্ত্রকে
"দৃপ্ত হতে হবে কন্ঠস্বর"।
দৃপ্ত কন্ঠস্বর।
সেই কবে শুনেছিলাম শেষ,
মনে পড়েনা ,মনে পড়েনা আর ,আজ।